দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের করোনা গ্রাফে দৈনিক সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫২৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯২ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮১০ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৩৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ জন। এর মধ্যে, মেদিনীপুর শহরে সর্বাধিক ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। খড়্গপুর শহরের তালবাগিচা এলাকায় একটি ৯ বছরের শিশু সহ খড়্গপুরে মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা মিলিয়ে মোট ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ডেবরায় ২ জনের (বড়গড় ও ডেবরা) রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, কেশপুর ব্লকের আনন্দপুরে ১ জন এবং শালবনী ব্লকের পিড়াকাটায় ১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।