দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: বসন্তেই ৪০ ডিগ্রির দাবদাহ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪৬ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি স্কুলগুলি আগামী ১৬ এপ্রিল থেকে মর্নিং সেশনে বা প্রাতঃবিভাগে করার নির্দেশিকা জারি করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)-র চেয়ারম্যান অনিমেষ দে। আগামী ১৬ এপ্রিল (বুধবার) থেকে ৩০ জুন (সোমবার) পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি মর্নিং সেশনে বা সকালে পরিচালিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জারি করা এই নির্দেশিকাতে। এই সময়কালের মধ্যেই অবশ্য থাকছে গরমের ছুটিও।

স্বভাবতই গরমের ছুটির আগে ও পরে জেলার স্কুলগুলি সকালে পরিচালিত হবে বলে জানিয়েছেন DPSC-র চেয়ারম্যান অনিমেষ দে। এই সময়ের মধ্যে সোম থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ১১টা এবং শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত স্কুল হবে। নিয়ম মেনে পড়ুয়াদের মিড-ডে মিলও দিতে হবে। সংসদের সভাপতি অনিমেষ দে এও জানান, “এই সময়ের মধ্যে তাপপ্রবাহ বা কোনো জরুরি কারণে স্বয়ং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কিংবা পর্ষদের তরফে কোনো নির্দেশিকা পাঠানো হলে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা হবে। নাহলে এই বিজ্ঞপ্তি মেনেই জেলার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী স্কুলগুলি পরিচালিত হবে।” জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভপতি অখিলবন্ধু মহাপাত্র বলেন, “শিশু শিক্ষার্থীদের কথা ভেবেই সংসদ আগাম এই নির্দেশিকা জারি করেছে। আমরা স্বাগত জানাচ্ছি।”