Festival

Midnapore: বৃষ্টি গায়ে মেখেই উল্টো রথে ভক্তদের ঢল মেদিনীপুর শহরে! নির্বিঘ্নে ঘরে ফিরলেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: তুমুল উৎসাহ ও উন্মাদনার মধ্য দিয়ে ঐতিহাসিক মেদিনীপুর শহরে সম্পন্ন হল ৯ দিন ব্যাপী ‘রথযাত্রা উৎসব’। গত রবিবার (৭ জুলাই) জগন্নাথ দেবের মাসি বাড়ি যাত্রার মধ্য দিয়ে যে রথযাত্রা উৎসবের সূচনা হয়েছিল, সোমবার (১৫ জুলাই) মাসি বাড়ি থেকে নিজ-গৃহে প্রবেশের মধ্য দিয়ে অর্থাৎ পুনঃরথযাত্রার মাধ্যমে তা সমাপ্ত হল। শহর মেদিনীপুরের জগন্নাথ মন্দির স্থিত দ্বিশতবর্ষ প্রাচীন ঐতিহ্যশালী রথযাত্রা-ই নয়, গত বছর থেকে ইস্কনের (ISKCON) রথযাত্রা উৎসবেও মেতে ওঠেন আপামর মেদিনীপুরবাসী। সোমবার (১৫ জুলাই) পুনঃরথযাত্রা বা উল্টো রথের দিনও দুই রথেরই নগর পরিক্রমা উপভোগ করেছেন শহরের হাজার হাজার ভক্তবৃন্দ। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেদিনীপুর শহরের নতুনবাজার স্থিত গুন্ডিচা মন্দির তথা জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে জগন্নাথ মন্দির সংস্কার কমিটি আয়োজিত পুনঃরথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মাতার নগর পরিক্রমা দেখতে মেদিনীপুর শহরের রিং রোডের দুই পাশে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। সন্ধ্যা পেরিয়ে প্রায় মধ্যরাত অবধি পুনঃরথযাত্রা উৎসবে সামিল হয়েছিলেন মেদিনীপুর শহরবাসী। মাঝখানে দফায় দফায় বৃষ্টিকেও উপেক্ষা করেছেন তাঁরা! বলা ভাল, বৃষ্টি গায়ে মেখেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন শহরবাসী।

মেদিনীপুর শহরের সুপ্রাচীন রথযাত্রা উৎসব:

উল্লেখ্য যে, এদিন নতুনবাজার স্থিত মাসি বাড়ি থেকে বেরিয়ে জগন্নাথ দেবের রথ জগন্নাথ মন্দির, স্কুল বাজার, ছোট বাজার, গোলকুঁয়াচক, পঞ্চুরচক, কালেক্টরেট, কেরানীটোলা, বটতলাচক, স্কুলবাজার হয়ে রাত্রি সাড়ে ১২টা নাগাদ জগন্নাথ মন্দিরে পৌঁছয়। মেদিনীপুর শহরের দ্বিশতবর্ষ প্রাচীন এই রথযাত্রা উৎসবের অন্তর্গত পুনঃরথযাত্রা বা উল্টো রথ উপলক্ষেও সোমবার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বসেছিল ঐতিহ্যবাহী হস্তশিল্পের মেলা। কুটির শিল্পজাত দ্রব্যাদির পসরা সাজিয়ে বসেছিলেন গ্রাম বাংলার অসংখ্য হস্তশিল্পী বা কুটির শিল্পীরা। পুনঃরথযাত্রা সম্পন্ন হওয়ার সাথে সাথেই গত ৯ দিন ধরে নতুনবাজারের গুন্ডিচা মন্দির সংলগ্ন এলাকায় চলা মেলারও অবসান হয়। ঠিক একইভাবে, ইস্কনের রথযাত্রা উৎসব উপলক্ষে শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত ৯ দিন ব্যাপী মেলারও অবসান ঘটে সোমবার। উল্লেখ্য যে, ইস্কন আয়োজিত রথযাত্রা উৎসবে জগন্নাথ দেবের মাসি বাড়ি করা হয়েছিল শহরের এই ঐতিহাসিক বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে। সোমবার বিকেলে বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে বেরিয়ে, নগর পরিক্রমার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথ (কালেক্টরেট, কেরানিটোলা, বটতলাচক, স্কুলবাজার, জগন্নাথ মন্দির হয়ে) শহরের উপকন্ঠে গান্ধীঘাটের মন্দিরে (ISKCON Temple) অর্থাৎ নিজগৃহে পৌঁছয় সন্ধ্যা নাগাদ। গত মঙ্গলবার (৯ জুলাই) পুরীতে বলরাম দেব (বা, বলভদ্র)-র মূর্তি ক্ষনিকের জন্য সেবাইতদের ‘নিয়ন্ত্রণ-মুক্ত’ হয়ে ভূপতিত হলেও, মেদিনীপুর শহরের ঐতিহ্যমণ্ডিত এই দুই রথযাত্রা উৎসব-ই সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে।

জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল:

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

21 mins ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

4 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

15 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

2 days ago