IIT KHARAGPUR

IIT Kharagpur: হাতে ঘড়ি, গলার ফাঁসে নিপুণতার ছাপ! IIT খড়্গপুরের ছাত্রীর ঝুলন্ত দেহ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ জুন: বাবা-কে হারিয়েছেন বছর দুয়েক আগে। তার পর থেকে মা-ই অভিভাবক, একমাত্র আদর-আবদারের জায়গা। দিনকয়েক আগে বাড়ি থেকেও ফিরে এসেছিলেন। তারপরই এই কাণ্ড! সোমবার সাত সকালেই কেরলের ছেপড় থানার উত্তর এভুর বাসিন্দা তথা আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) বায়োটেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী দেবীকা পিল্লাই (Devika Pillai)-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়! খড়্গপুর আইআইটি’র সরোজিনী নাইডু হলের আবাসিক দেবীকা-র দেহ ঝুলছিল হোস্টেলেরই ছাদ থেকে। গলায় ছিল শক্ত পোক্ত নাইলনের দড়ির ফাঁস। সেই ফাঁসেও আবার ফুটে উঠেছে দক্ষ ‘ফাঁসুড়ের’ সুনিপুণ শৈলী! সোমবার (১৭ জুন) সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর মেয়ের দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন মা শ্রীলেখা পিল্লাই (দেবীকা পিল্লাইয়ের মা)। কোনও অভিযোগ তিনি করেননি। তা সত্ত্বেও প্রশ্ন উঠছে একাধিক!

মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গেরর সামনে:

দেবীকা পিল্লাই (Devika Pillai):

সোমবার (১৭ জুন) সাত সকালেই সরোজিনী নাইডু হলের ছাদ থেকে, সরোজিনী এবং ইন্দিরা গান্ধী হলের ঠিক মাঝের ফাঁকা জায়গায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেবীকা-র দেহ ঝুলতে দেখেন ওই দুই হলের ছাত্রীরা। এরপরই, কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে, তাঁরা খড়্গপুর টাউন থানায় জানান। পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ নামিয়ে, নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। হাতে ছিল দামি রিস্ট ওয়াচ বা হাত ঘড়ি! পরনে ছিল সবুজ কুর্তি ও কালো ট্রাউজার। কিন্তু, পুলিশ সহ প্রত্যক্ষদর্শীদের অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে যায়, গলায় লাগানো হলুদ রঙের শক্ত পোক্ত নাইলনের দড়ির ফাঁস দেখে! ‘নিজের’ মৃত্যু নিশ্চিত করতেই হয়তো ইউটিউব দেখে এমন সুনিপুণ ‘ফাঁস’ তৈরী করা শিখেছিলেন দেবীকা। কিনে নিয়ে এসেছিলেন শক্ত পোক্ত নাইলনের দড়ি! পুলিশের একটি সূত্রে তেমনটাই অনুমান করা হলেও, পড়ুয়াদের অনেকেই প্রশ্ন তুলছেন, মেয়েদের হস্টেলের নিরাপত্তা নিয়ে। এত রাতে কিভাবেই বা একা একা ছাদে গিয়ে দীর্ঘক্ষণ ধরে ফাঁস তৈরী করে, ছাদ থেকে নিচে ঝুলে পড়লেন দেবীকা? ওই দড়িই বা কোথায় লুকিয়ে রেখেছিলেন দেবীকা? সেই প্রশ্নও উঠছে। এত রাতে (বা, ভোর রাতে) হাতে ঘড়ি (রিস্ট ওয়াচ) পরেই বা কেন আত্মহত্যা করতে গেলেন মেধাবী ওই ছাত্রী? যদিও, ঠান্ডা মাথায় নিজেকে শেষ করে দেওয়ার ‘কঠোর’ সিদ্ধান্ত যাঁরা নিয়ে ফেলেন, তাঁদের ক্ষেত্রে নাকি এগুলো বড় বিষয় নয়! এমনটাও বলছেন মনোবিদদের একাংশ। ব্যর্থতা বা হতাশা সহ্য করতে না পেরে, মেধাবীরা যে প্রায়শই আত্মহননের পথে পা বাড়ান; তাও জানাচ্ছেন মনোবিদেরা।

এভাবেই ঝুলছিল দেহ:

সূত্রের খবর, দেবীকা-র রুম থেকে উদ্ধার হওয়া ডায়েরি-তে লেখা সুইসাইড নোটে নাকি নিজের ‘আত্মহত্যা’র বিষয়টি নিশ্চিত করেছেন তিনি! সেই লেখার ছত্রে ছত্রে নাকি ‘হেরে যাওয়ার কথা’ ফুটে উঠেছে! হতাশা-অভিমানের অভিব্যক্তিও নাকি ঝরে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। সোমবার দুপুর ২-টো নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে পৌঁছয় দেবীকা-র দেহ। তার আগে খড়্গপুর মহকুমা হাসপাতালে পুলিশের উপস্থিতিতে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে মৃতদেহ ভালো করে নিরীক্ষণ করা হয়েছে এবং ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। ফাইজান আহমেদের ঘটনা (পচাগলা অবস্থায় ২০২২ সালের ১৪ অক্টোবর অসমের গুয়াহাটির তিনশুকিয়ার বাসিন্দা তথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ফাইজানের দেহ উদ্ধার হয় লালা লাজপত রায় হলের রুম থেকে) থেকেই হয়তো এবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ! যাতে আদালতে আর হেনস্থার শিকার হতে না হয়, সেজন্যই পুলিশের তরফেও ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সহ সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে। সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছন দেবীকা-র মা শ্রীলেখা পিল্লাই সহ আত্মীয়-স্বজন, অধ্যাপক-অধ্যাপিকা ও সহপাঠীরা। তারপর থেকে একবারের জন্যও দেবীকা-র মৃত্যু নিয়ে মুখ খোলেননি পরিবার কিংবা প্রতিষ্ঠানের কেউই। তবুও, দেশের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থানের (Oldest IIT) ‘নিরাপত্তা’ নিয়ে নানা অভিযোগ তুলছেন পড়ুয়া, অভিভাবক থেকে সচেতন নাগরিকদের একাদশ!

গলার ফাঁস:

মেদিনীপুর মেডিক্যালে দেহ:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago