দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ সেপ্টেম্বর: প্রশ্ন ভুল মামলায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্য-কে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার পায়েল বাগ মামলায় পায়েল বাগ সহ ১৯ জন মামলাকারী-র প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ৬ টি ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এরপর, মামলাকারীরা পাস করলে তাদের ইন্টারভিউ-তে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৪ প্রাইমারি টেট পরীক্ষায় ৬ টি প্রশ্ন বা উত্তর ভুল ছিল। সেজন্য ভুক্তভোগীরা আদালতে মামলা করেছিলেন। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মামলাকারীদের ৬ নম্বর করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ২ বছর আগেই। কিন্তু, তা মানেননি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সেজন্য তাঁকে জরিমানা করে, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের আদেশ পালন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এমনটাই জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।