Midnapore

Midnapore: মেদিনীপুর শহরে নাটক শেষেও ‘জাস্টিসের স্লোগান’ দেবশঙ্কর, চৈতি, বিপ্লবদের কন্ঠে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের তরুণ কবিদের উদ্যোগে প্রাচ্য নাট্যগোষ্ঠী আয়োজিত ‘খেলাঘর’ নাটকটি মঞ্চস্থ হলো শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। অভিনয় করলেন দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা দাস, শুভাশীষ চক্রবর্তীর মতো বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের অসামান্য অভিনয়ে মুগ্ধ হলেন জেলা শহর মেদিনীপুরের দর্শকরা। তবে, নাটকের মঞ্চায়ন শেষে কলাকুশলীরা একযোগে যখন মঞ্চে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে স্লোগান তুললেন, তখন যেন আরো বেশি মুগ্ধ হলেন শহরবাসী। প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে “জাস্টিস ফর আরজিকর” স্লোগানে গলা মেলালেন হল ভর্তি দর্শকও। অনেকেই অবশ্য প্রতিবাদের অঙ্গ হিসেবে হাতে ‘প্রতিবাদী পোস্টার’ নিয়েই প্রেক্ষাগৃহে প্রবেশ করেছিলেন। তাঁরা সেগুলি উপরে তুলে ধরেন।

বিজ্ঞাপন (Advertisement):

খেলাঘরে দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল:

প্রসঙ্গত,শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে মঞ্চস্থ হলো জনপ্রিয় ‘খেলাঘর’ নাটকটি। সেই নাটক শেষে শহরের ঐতিহ্যমন্ডিত এই প্রেক্ষাগৃহে সমস্বরে আওয়াজ উঠলো “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর আরজিকর”! আর জি কর কান্ডের প্রতিবাদে এভাবেই মঞ্চ থেকে মুখরিত হলেন প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের সঙ্গে গলা মেলালেন শহর মেদিনীপুরের নাট্যপ্রেমী দর্শকরাও। এ প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, অভীনেতা ও পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাট্য আকাদেমির ‘সেরা নির্দেশক’ পুরস্কার ও আর্থিক সম্মাননা ফিরিয়ে দিয়েছেন!

নাটক শেষে:

উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি মাথায় নিয়েই নাটকটি দেখতে ভিড় জমান মেদিনীপুর শহরের সংস্কৃতি সচেতন মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হয় নাটক। নাটক শেষ হওয়ার পর রাত্রি ৮টা ৪৫ মিনিট নাগাদ কলাকুশলীরা মঞ্চে দাঁড়িয়ে তাঁদের বক্তব্য রাখেন। তারপরই, নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে স্লোগান দেন ‘জাস্টিস ফর আর জি কর।” হল ভর্তি দর্শকরাও গলা মেলালেন সমস্বরে। প্রতিবাদী পোস্টার নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করা দর্শকরা সেগুলি তুলে ধরেন বা প্রদর্শন করেন। ঘটনাচক্রে তার ঠিক কিছুক্ষণের মধ্যেই খবর আসে, আর জি কর কাণ্ডে খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ‘গুণধর’ সন্দীপ ঘোষ! প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলও। স্বভাবতই উচ্ছ্বসিত মেদিনীপুর শহরের তরুণ কবিরা। তাঁরা বললেন, “এর থেকে আনন্দের আর কি হতে পারে!”

মঞ্চ থেকে উঠল আওয়াজ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 hour ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago