ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ করা হবে (প্রতীকী ও সংগৃহীত ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৬ নভেম্বর: সিভিক ভলান্টিয়ারের ধাঁচে এবার ‘ফরেস্ট ভলান্টিয়ার’ (Forest Volunteer) নিয়োগ করা হবে রাজ্যে। প্রায় ১০০০-টি শূন্যপদে এই নিয়োগ করা হবে বলে জানা গেছে বনদপ্তর সূত্রে। ইতিমধ্যে বনদপ্তরের তরফে নির্দেশিকা জারি করাও হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণীর হানায় মৃত পরিবারের ১ জন করে সদস্যকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। বেতন হবে প্রতি মাসে ১২ হাজার টাকা। সূত্রের খবর অনুযায়ী, ২০১৩-‘১৪ সাল থেকে অর্থাৎ গত এক দশকে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণীর হানায় রাজ্যে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে। সেই তথ্য সংগ্রহ করা শুরু করেছে বনদপ্তর।

ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ করা হবে (প্রতীকী ও সংগৃহীত ছবি) :

এই বিষয়ে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, “২০১৩-‘১৪ সালের পর থেকে বন্যপ্রাণীর হানায় মৃত প্রায় ৮০০ জনের পরিবার পিছু ফরেস্ট ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। এজন্য ১ হাজার ফরেস্ট ভলান্টিয়ারের পদ সৃষ্টি করা হয়েছে। অর্থমন্ত্রক অনুমোদন দেয়ার পর গত ১০ নভেম্বর ক্যাবিনেটে পাস হয়ে গিয়েছে।” তবে, এই নিয়োগে অন্যান্য চাকরিপ্রার্থীরা বা ফ্রেশাররা আবেদন করতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। এদিকে, লোকসভা নির্বাচনের ঠিক আগে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা! যদিও মন্ত্রী বীরবাহা বলেন, “বিরোধীদের কাজ সমালোচনা করা। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। জঙ্গলমহলের বাসিন্দা হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব রেখেছিলাম, উনি অনুমোদন দিয়েছেন। তারপরই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে ভোট-রাজনীতির কোনও সম্পর্ক নেই।”