দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: CAB (Cricket Association of Bengal) পরিচালিত আন্তঃজেলা ‘অনূর্ধ্ব ১৫’ দুই দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায় (U-15 Two Day’s Cricket Tournament) চ্যাম্পিয়ন হলো- মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (Midnapore DSA)। গত ৭ ও ৮ (রবিবার ও সোমবার) এপ্রিল কলকাতার টাউন ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে দক্ষিণ ২৪ পরগনা-কে রেকর্ড ১২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর। সেঞ্চুরি করেন মেদিনীপুরের অনীশ মহাপাত্র। তাঁকেই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয় সিএবি-র তরফে। উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ও কোচ অশোক মালহোত্রা প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল (রবিবার) টসে জিতে দক্ষিণ ২৪ পরগনা ব্যাট করতে পাঠায় মেদিনীপুর-কে। মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই খেলা চলে। তবে, ৮৫ ওভারের খেলা হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার জন্য তা কমিয়ে ৪৬ ওভার করা হয়। যদিও, ওই দিন মাত্র ৩১ ওভার খেলা হয়। তাতে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করে মেদিনীপুর। পরদিন অর্থাৎ সোমবার (৮ এপ্রিল) বাকি ১৫ ওভারে ১০৯ রান করে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব পনেরো ক্রিকেটাররা। সবমিলিয়ে নির্ধারিত ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে মেদিনীপুর। অনীশ মহাপাত্র ১১৭ বলে ১০২ রান করেন। অঙ্কুশ চক্রবর্ত্তী ২৮ বলে ৩৭ রান এবং স্বস্তিক মাইতি ৩৬ বলে ২৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুরের অধিনায়ক ওম কুমার দাস এবং অঙ্কুশ চক্রবর্ত্তীর স্পিনের ভেলকিতে মাত্র ৩৬ ওভারেই (৩৬.১) ৯১ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা! ওম এবং অঙ্কুশ যথাক্রমে- ৫টি ও ৪টি উইকেট পান। ম্যাচের সেরা নির্বাচিত হয় মেদিনীপুর ডিএসএ-র অনীশ মহাপাত্র।
দলের এই সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে আপামর মেদিনীপুরবাসী। মেদিনীপুরের প্রত্যেক ক্রিকেটার সহ দলের কোচ অমিত সরকার (ছোটু) ম্যানেজার তমাল চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন সিএবি-র জেলা প্রতিনিধি তথা বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির সহ-সভাপতি সুজয় হাজরা। জেলা ক্রীড়া সংস্থা (DSA)-র সাধারণ সম্পাদক সঞ্জিত তোরোই বলেন, “ওদের আরও সাফল্য কামনা করি। শুধু ক্রিকেট নয়, জেলার যে কোন খেলার উন্নতিতে আমরা বদ্ধপরিকর।”