দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কেই তৃণমূল কংগ্রেসের (AITMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এই ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী এবং যশবন্ত সিনহা-কে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। রাজ্য ও জাতীয় স্তরে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ ববি হাকিম-কে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতি গঠন করে দিয়েছিলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তৃণমূলনেত্রী নিজে তো বটেই, সেই কমিটিতে জায়গা পেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ১৯ জন৷ আর আজ, শুক্রবার এক সপ্তাহের মধ্যেই সেই কর্মসমিতির প্রথম বৈঠক বসল কালীঘাটে৷ সেখানেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফেরাল তৃণমূল। জাতীয় মুখপাত্র করা হয়েছে, শুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্র-কে। কোষাধক্ষ্য করা হয়েছে অরূপ বিশ্বাস-কে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…